খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মোংলায় তিনদিন ব্যাপি অমর একুশে বই মেলা

মোংলা প্রতিনিধি

মোংলায় তিনদিন ব্যাপি অমর একুশে বই মেলা শুরু হয়েছে। পৌর শহীদ মিনার চত্বরে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

পরে শহীদ মিনার চত্বরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ২টি বইয়ের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এবারের বই মেলায় বসেছে ২০টি ষ্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বই প্রেমীদের উপচে পড়া ভিড়। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কমসূচীও।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!