বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীসহ ৬১ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে, এক মেয়র প্রার্থীসহ দু‘জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ যাচাই-বাছাই সম্পন্ন হয়।
জেলা নির্বাচন কমিশনার ফরাজী বেনজির আহম্মেদ জানান, পৌরমেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে শেখ মো. কামরুজ্জামানের মনোয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারমধ্যে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আশরাফ আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর ১৪ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ১৬ জানুয়ারী ভোট গ্রহণ করা হবে। তবে এবারই প্রথম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১, নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১ জন।
খুলনা গেজেট / এআর