মোংলায় মাদক বিরোধী অভিযানে গাজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মোংলা থানা পুলিশ।মঙ্গলবার রাতে ও বুধবার দিনব্যাপি পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্তে মঙ্গলবার রাত ও বুধবার দিনব্যাপি মোংলা পোর্ট পৌরসভার দিগন্ত স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে একশ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো কবরস্থার রোড় এলাকার বাসিন্ধা মোঃ সোহাগ সরদার (২০), মালগাজী গ্রামের বাসিন্ধা মোঃ হাসিব চৌকিদার ও কবরস্থান রোড়ের রাতারাতী কলোনির বাসিন্ধা কবির ফরাজি (৫০)।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, মাদক সেবন, বিক্রি ও বহনকারীদের বিরুদ্ধে দেশব্যাপি অভিযান চলছে। যাতে কোথাও কোন মাদকের প্রচলন না থাকে সেজন্য জোরালোভাবে কাজ করে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় মোংলায়ও মাদক নির্মুলের জন্য উপজেলা পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে অভিযান চলমার রেখেছে পুলিশ। এর আগেও মাদকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল আর বুধবার তিন মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম