২৫ মার্চের কালরাতের পর বাঙ্গালী জাতি সশস্ত্র শুরু করে। পাকিস্তানীদেও নৃশংসতম হত্যাকান্ডের পর বাঙ্গালী জাতি বুঝতে পেরেছিলো অহিংস পথে আর দাবী আদায় করা সম্ভব না। তাই ২৫ মার্চ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতার বার্তার মাধ্যমে স্বাধীনতা ঘোষনা করেন। পরিশেষে নয় মাস সশস্ত্র সংগ্রামের পর বাঙ্গালী জাতি স্বাধীনতা লাভ করে। জাতীয় গণহত্যা দিবস দিবস উপলক্ষে মোংলায় ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে রিমঝিম চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হা্ওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মহিলা আওয়ামীলীগের দুলালী শিকারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার আক্তার ফারুক, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম প্রমূখ। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন আয়োজিত দামেরখন্ড বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও ব্লাকআউট কর্মসূচিতে সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।
খুলনা গেজেট/কেএম