মোংলায় করোনায় মারা যাওয়া মালিকের মরদেহের পাশে এসে কাঁদতে দেখা গেছে তারই পালিত গাবাদি পশুকে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকা বাড়ি শ্মশান ঘাটে।
গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় চাঁদপাই ইউনিয়নের বিনোদ মেম্বরের একমাত্র ছেলে বিপ্লব মন্ডল করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে মারা গেলে তার মরদেহ সৎকারের জন্য বৃহস্পতিবার সকালে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পোষা গাভিটি ছুটে এসে মরদেহের উপর মুখ ঘেষে ডাকাডাকি শুরু করে।
মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম বলেন, সকালে বিপ্লবের মরদেহটি সৎকারের জন্য আমাকে পিপির জন্য ফোন দিলে আমি সেখানে গিয়ে উপস্থিত হই এবং কিছুক্ষণ পরে এমন হৃদয়বিদারক দৃশ্যটি দেখতে পাই। মূহুর্তের ভিতর আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। যেখানে করোনায় মারা যাওয়া মানুষের লাশের পাশে তার আপনজনেরা যেতে চায় না, সেখানে অবলা এই প্রাণির মালিকের প্রতি ভালোবাসা সত্যিই অকল্পনীয়।
সৎকারের কাজে আসা বিশ্বজিৎ জানান, বিপ্লব ছোট বেলা থেকেই পশু প্রেমি এবং গরুটিকে খু্বই যত্ন নিতেন।