বাগেরহাটের মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।
তবে এবার মোংলা উপজেলায় ৬ ইউনিয়নের ভিতর হেভিওয়েট প্রার্থীদের পিছনে ফেলে নতুন তিন প্রার্থী দলীয মনোনয়ন পেয়েছেন।
মোংলা উপজেলার ৬ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং চাঁদপাই ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম , ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদে উদয় শংঙ্কর, ৩নং সোনাইলতলা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা, ৪নং মিঠাখালি ইউনিয়ন পরিষদে উৎপল কুমার মন্ডল, ৫নং সুন্দরবন ইউনিয়ন পরিষদে মোঃ একরাম ইজারদার ও ৬নং চিলা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান গাজী আকবার হোসেন।
খুলনা গেজেট/ টি আই