খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

মোংলায় আকস্মিক ঝড়ে কাঁচা ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্ত

মোংলা প্রতিনিধি

আকস্মিক ঝড়ে মোংলার জয়মনি এলাকায় ঘরবাড়ী ও গাছপালার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় হঠাৎ ঝড়ে এ ক্ষয়ক্ষতির শিকার হন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার।

চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, শনিবার মাগরিবের সময়ে হঠাৎ ঝড় বয়ে যায় ওই ইউনিয়নের জয়মনি এলাকার উপর দিয়ে। কয়েক মিনিটের প্রচন্ড ঝড় বৃষ্টিতে এলাকার মোঃ গফফার, সামছু চৌকিদার ও কালাম সরদারের ৩টি ঘর ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে। এছাড়া ঝড়ে ৮/১০টি ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। বেশ কয়েকটি বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। ছিড়ে গেছে বৈদ্যুতিক খুঁটির তার।


ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ ওলিয়ার রহমান বলেন, কয়েকদিন আগেই গেল ঝড় ইয়াস, তারপর করোনা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ। তারমধ্যে হঠাৎ ঝড়ে ঘর ভেঙ্গে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। সন্ধ্যায় ঝড় হয়েছে তাই এখনও এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!