খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
পৌরসভা নির্বাচন

মোংলার মানুষ চায় সৎ ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি

আজিজুর রহমান ও ওয়াসিম আরমান, মোংলা থেকে

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে ওঠেছে শহরজুড়ে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো ইভিএমে ভোট কেমন হবে, নিজেদের ভোট দিতে পারবেন কি না এসব নিয়ে ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।

ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, মোংলা পৌরসভায় এবার আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় এবার নারীরাও বেশ সরব। প্রতীক বরাদ্দের পর থেকে পছন্দের প্রার্থীর পক্ষে নারীরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, পৌরশহর উন্নয়নের জন্য উপযুক্ত প্রার্থীকে বেচে নেওয়া হবে। সেক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সৎ ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধিকে ভোট দিবেন। এবারের নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। আর বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জুলফিকার আলী। বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় লড়াই এখন তুঙ্গে।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ বাজার, সড়ক, বিভিন্ন মোড়, চায়ের দোকান ও পাড়া মহল্লার অলিগলিতে ছেয়ে গেছে পোস্টারে। তাকালেই চোখে পড়বে সারি সারি ঝুলানো পোস্টার। চা দোকানগুলোতে চলছে নির্বাচনী আড্ডা। সাধারণ মানুষের সরব আলোচনায় বোঝা যাচ্ছে জমে ওঠেছে এবারের পৌর নির্বাচন।

ভোটাররা চাচ্ছেন যোগ্য মেয়র। তাঁদের প্রত্যাশা চাই সততা, চাই দুর্নীতিমুক্ত একজন মেয়র। যিনি হবেন কর্মঠ ও জনবান্ধব, থাকবে কথায় এবং কাজে মিল। মোংলাকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলবেন। যেখানে থাকবে পার্ক, রাস্তাঘাট হবে উন্নত, ড্রেনেজ ব্যবস্থা হবে টেকসই, থাকবে না জলাবদ্ধতা, হাট বাজার হবে উন্নত, বিদ্যুৎ সরবরাহ হবে বৈষম্যহীন, বাড়বে নাগরিক সুবিধা। আর এগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক সমৃদ্ধ ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান অধিকাংশ স্থানীয় নাগরিকেরা।

বিএনপির মনোনীত প্রার্থী জুলফিকার আলী খুলনা গেজেটকে বলেন, ‘পৌরসভার উন্নয়নের জন্য গত ১০ বছর কাজ করেছি। নানান প্রতিবন্ধকতার মধ্যেও পৌরবাসির নাগরিক সেবা দিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দিয়ে আবারও মেয়র নির্বাচিত করবে বলে তিনি আশা করেন।’

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ আব্দুর রহমান খুলনা গেজেটকে জানান, ‘বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নে ছেঁয়ে গেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে দরকার। তাই প্রথমবার জনপ্রতিনিধি হিসেবে দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে জয়ী হলে মোংলার উন্নয়নের জন্য কাজ করে যাবো। পৌরবাসির ভোটে শতভাগ বিজয় হবেন বলে তিনি আশাবাদী।’

মোংলা পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় ৩১ হাজার ৫২৮ জন ভোটার রয়েছে। এবারের নির্বাচনে দু‘জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!