বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের একটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। সোমবার ভোরে জেলে কুতুব আলীর গলসা জালে মাছটি ধরা পড়ে। পরে এই বিশাল আকৃতির মাছটি মোংলা বাজারে নিয়ে আসলে এক পলক দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
মোংলা মৎস্য সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন বলেন, ১০ মন ওজনের এই মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নেন। ছয় হাজার ৪০০ টাকা মন দরে ৬৪ হাজার টাকায় মাছটি কিনে তারা। পরে এই মাছ ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে পথ চলাচল করে। এই মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম