খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

মোংলায় ১৭৫ টন চাউল নিয়ে বাল্কহেড ডুবি

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তা (১৭৫ মেট্রিক টন) চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি। দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরিয়ে তীরে উঠে যান।

এদিকে সোমবার সকাল থেকে ডুবে যাওয়া ওই বাল্কহেড থেকে চাল ওঠানোর কাজ শুরু হবে বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!