গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক মোংলা থানাধীন দিগরাজ বাশবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে রামপাল পাওয়ার প্লান্ট হতে চোরাইকৃত বিপুল পরিমাণ তামার তার, স্ট্যাইনলেস স্টিল ও লোহার বার সহ মোঃ আল আমিন (৩২) নামক ১ জন চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, দিগরাজ বাজারে ২ টি ও দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ি নামক স্থানের ১ টি গুদাম থেকে চোরাইকৃত বিপুল পরিমাণ এস এস পাইপ ও লোহার বার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কোস্টগার্ড।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজিজুল ইসলাম জানান আইনানুগ প্রক্রিয়াশেষে আটক ব্যক্তিকে বুধবার সকালে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম