যৌথ বহিনীর অপারেশন ডেভিল হান্টে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়ল (৩৫)। এদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আটককৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
খুলনা গেজেট/এনএম