খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে নিম্নচাপের সম্ভাবনা : আবহওয়া অফিস
  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

মোংলা বন্দরে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিদেশি জাহাজের ক্যাপটেনকে হয়রানির অভিযোগ

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেনকে (মাস্টার) মানসিক হয়রানি করে বিদেশি সিগারটে ও আনুসাঙ্গিক মালামাল নিয়ে আসার অভিযোগ উঠেছে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। এরই মধ্যে এঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংস্থাটির কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দু মালির বিরুদ্ধে বিদেশি জাহাজের ক্যাপ্টনের করা অভিযোগটি দেখেছি। অভিযোগে ওই ক্যাপ্টেন গুরুতর অভিযোগ করেছেন উল্লেখ করে কমিশনার বলেন, ‘অরবিন্দুর বিরুদ্ধে অলরেডি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।’ তার ব্যাপারে আগেও কিছু অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছেন বলেও জানান তিনি।

মোংলা কাস্টমস কমিশনার বরাবর দেওয়া ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে- গত ২৯ অক্টোবর আরব আমিরাতের মালিকানাধীন পানামা পতকাবাহী ‘এম ভি টিবিসি প্রেসটিজ’ নামে ওই জাহাজে যান কাস্টমস কর্মকর্তা অরবিন্দু মালি। এসময় তিনি ক্যাপ্টেনের কাছে (মাস্টার) বৈদেশিক মুদ্রা এবং সিগারেট চেয়ে বসেন। এরপরে ক্যাপ্টেন এগুলো দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে বলেন ‘কেন এগুলো দিবো? এটাতো আন্তর্জাতিক নিয়মে নেই।’ কিন্তু একপর্যায়ে ক্যাপ্টেনকে মানসিক হয়রানি করে জোরপূর্বক ২৬ কার্টুন বিদেশি সিগারেট, ফান্টা এক কেস এবং দুই কেস কোক নিয়ে জাহাজ থেকে নামে যায় অরবিন্দু মালি।

অভিযোগে আরও বলা হয় যে এ ধরনের কাস্টমস কর্মকর্তার হয়রানির জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়াসহ বৈদেশিক ব্যবসার সুনাম নষ্ট হবে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মোংলা বন্দরে আর জাহাজ আনবেনা বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এবিষয়ে অরবিন্দু মালির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটা অফিসিয়াল বিষয় অফিসে আসেন কথা বলবো।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!