মোংলা বন্দরের সিবিএ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পেয়ে মরিয়া হয়ে উঠেছেন সব প্রার্থী। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করতে এরই মধ্যে কর্মচারীদের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।
জানা গেছে, বন্দর ব্যবস্থাপনায় ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’ (সিবিএ) উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলেই সংশ্লিষ্টদের নজর সেদিকে। বন্দর ব্যবহারকারীরাও চাচ্ছেন বন্দরের কর্মচারীদের পরিচালনার জন্য যোগ্য
নেতৃত্ব আসুক। নির্বাচনকে সামনে রেখে তিনটি আলাদা প্যানেলের ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নাসির উদ্দিন চৌধুরী-ফিরোজ আহম্মেদ, সওকত আলী-মতিয়ার রহমান সাকিব ও নাসির মৃধা-পল্টু এই তিনটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। তবে সভাপতি পদে নাসির উদ্দিন চৌধুরী ও নাসির মৃধার সাথে এবং সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ ও মতিউর রহমান সাকিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস মিলেছে।
৮৪৩ জন কর্মচারীদের নেতা নির্বাচনে আগামী ১৭ অক্টোবর নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মুন্সি মাকরুজ্জামান বলেন, ‘ঢাকা সেগুন বাগিচার লিঁয়াজো অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তন, মোংলা বন্দর স্কুল এন্ড কলেজ ও বন্দরের হিরন পয়েন্ট রেষ্ট হাউসের এই চারটি ভেন্যুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বর্তমান সাধারণ সম্পাদক ও প্রার্থী এস এম ফিরোজ আহম্মেদ বলেন, ‘একাধিকবার নেতা হয়ে আমি এখন কর্মচারী বান্ধব। তাদের বিপদ ও অসুবিধার কথা শুনলে আমি ঝাঁপিয়ে পড়ি। তাদের কল্যান ও ন্যায্য দাবি আদায়ে সবসময় সরব ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বিধায় তারা আমাকে আবার নির্বাচিত করবেন।’
অপর প্রার্থী মতিয়ার রহমান সাকিব বলেন, ‘বেশ কয়েকবার কর্মচারীদের নেতৃত্ব দিয়েছি। কখনও দুর্নীতি করিনি, কর্মচারীদের দাবি আদায় করে দিয়েছি। এজন্য তারা আমাকেই নির্বাচিত করবেন।’
খুলনা গেজেট/ টি আই/ এস আই