মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ জাহিদ হোসেন (ভার্চুয়াল পাঠ), সহ-সভাপতি এম. এ. বাতেন, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জেসান ভুট্টো, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহাসিন, কোষাধ্যক্ষ মোঃ আফছার উদ্দিন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ সামছুল আলম। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম হাবিব ও এম এম আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য মো. গোফরান উদ্দিন, শেখ জহির হোসেন, মো. মাহাবুবুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. মাসুদ পারভেজ, শেখ জহিরুল আলম (রানা)সহ প্রমুখ।
খুলনা গেজেট/এইচ