খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজপি মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৮ জনকে জুলাই-আগস্ট গণহত্যায় আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক

‘মোংলা পৌরসভা নির্বাচনে সবাই আন্তরিকভাবে কাজ করলে দলীয় প্রার্থী জয়ী হবে’

মোংলা প্রতিনিধি

‘মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দলীয় নেতা-কর্মীরা সবাই যদি আন্তরিক ভাবে কাজ করে তাহলে প্রতিদ্বন্ধিতায় দলীয় প্রার্থীরাই জয়ী হবে। দলের নেতা-কর্মী শুভাকাঙ্খীসহ সরকারি নানা এজেন্সির মাধ্যমে তথ্য নিয়ে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকারের মাধ্যমে প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করেছি। দলকে ভালবাসলে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। দল যারা করেন বিভিন্ন পদে আছেন তারা সিদ্ধান্তের বাহিরে কাজ করলে দলে আর ঠাঁই হবে না। বিচার-বিশ্লেষণ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আশা করছি দলীয় প্রার্থীরা জয়ী হবে।’

শুক্রবার সন্ধ্যায় আ’লীগ মোংলা উপজেলা ও পৌর শাখা আয়োজিত মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা ঘোষণা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক একথা বলেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ ও মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন পর আ’লীগের সভাপতি সেখ আব্দুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, আ’লীগ নেতা ইমাম হোসেন, কাজী গোলাম হোসেন বাবলু, সাখাওয়াত হোসেন মিলন প্রমূখ।

প্রধান অতিথি সিটি মেয়র মোংলা পোর্ট পৌরসভা নিবার্চনে আ’লীগ মনোনীত দলীয় কাউন্সিল প্রার্থীদের নামের চূড়ান্ত তলিকা ঘোষণা করেন। ঘোষিত কাউন্সিল প্রার্থীরা হলেন সংরক্ষিত নারী আসন ( ১, ২, ৩ ) জাহানারা হোসেন চানু, সংরক্ষিত নারী আসন ( ৪,৫,৬ ) জোহরা বেগম, সংরক্ষিত নারী আসন ( ৭, ৮, ৯ ) শিউলি আক্তার, সাধারণ আসন ১নং ওয়ার্ড মোঃ কবির হোসেন, ২নং ওয়ার্ড মোঃ শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ড মোঃ বাহাদুর মিয়া, ৪নং ওয়ার্ড মোঃ শফিকুর রহমান খাঁন, ৫নং ওয়ার্ড মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড মোঃ আল আমীন গাজী, ৭নং ওয়ার্ড হুমায়ুন হামিদ নাসির, ৮নং ওয়ার্ড মোঃ সরোয়ার হোসেন ও ৯নং ওয়ার্ড মোঃ মজনু গাজী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!