মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের ৩য় দিনেও দু’টি খেলা অনুষ্ঠিত হযেছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় ‘ভৈরব’ দলের সাথে ‘ইছামতি’ দল এবং বিকেল সাড়ে ৩টায় ‘কপোতাক্ষ’ দলের সাথে ‘চিত্রা’ দল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় সংরক্ষিত আসন-২ এর কাউন্সিলর সাহিদা বেগমের নেতৃত্বাধীন ‘ইছামতি’ দল প্রতিপক্ষ মেয়র প্যানেলের সদস্য (সংরক্ষিত আসন-৫) মেমরী সুফিয়া রহমান শুনু’র নেতৃত্বাধীন ‘ভৈরব’ দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে এবং সংরক্ষিত আসন-৯ এর কাউন্সিলর মাজেদা খাতুনের নেতৃত্বাধীন ‘কপোতাক্ষ’ দল, প্রতিপক্ষ সংরক্ষিত আসন-৮ এর কাউন্সিলর কনিকা সাহা’র নেতৃত্বাধীন ‘চিত্রা’ দলকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে।
উল্লেখ্য, নির্ধারিত সময়ে ইছামতি ও ভৈরব দল গোল শূন্য থাকায় এবং কপোতাক্ষ ও চিত্রা দল ১-১ গোলে সমতা অর্জন করায় ট্রাইবেকারের মাধ্যমে খেলা দু’টির নিষ্পত্তি করা হয়। দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় কেসিসি খুলনা জিলা স্কুল মাঠে ‘মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের’ আয়োজন করেছে।
গত শনিবার শুরু হওয়া এ টুর্ণামেন্টে কেসিসি’র ১০ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের নেতৃত্বে ১০টি কিশোরী টীম প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় ১ম সেমিফাইনালে ‘ইছামতি ও ‘রূপসা’ এবং বিকাল সাড়ে ৩টায় ২য় সেমিফাইনালে ‘পশুর’ ও কপোতাক্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৭ জানুয়ারী ২০২২ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা দু’টি উপভোগ করেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, মাজেদা খাতুন, কনিকা সাহা, সচিব মোঃ আজমুল হকসহ কর্মকর্তা-কর্মচারী ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই