লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার কথা ক্লাব কতৃপক্ষকে জানিয়ে দেয়ার পর থেকেই একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। মেসি চাইলেই বার্সেলোনা ছাড়তে পারবেন কি না, ছাড়তে হলে তাকে কি যে ক্লাব নিবে তাদের কি পরিমান অর্থ ব্যয় করতে হবে এসব নিয়ে জল্পনা কল্পনা চলছেই। সেই সাথে মেসিকে কোন ক্লাব নিয়ে সেটা নিয়েও জোর আলোচনা। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সাথে সম্পর্ক শেষ হওয়ার আগে ক্যাম্পে যোগ দিবেন কি না সেটা নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে বিশ^ ফুটবলের এখন সবথেকে বড় খবর লিওনেল মেসি। আরও কিছুদিন মেসিই হবেন ফুটবল বিশ্বের মূল আলোচনার বিষয় সেটাও স্পষ্ট।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ২০২১ সালে। তার এক বছর আগে, অর্থাৎ ২০২০ সালের ১০ জুনের মধ্যে মেসি যদি ক্লাব ছাড়তে চাইতেন, তাহলে বার্সেলোনা তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিত। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে আগ্রহী ক্লাবকে ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে মেসিকে নিয়ে যেতে হবে। মোটামুটি এটাই সবাই জানত। মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানালেও বার্সা বারবার বুঝিয়েছে, ক্লাব ছাড়তে চাইলে আগ্রহী ক্লাবকে ওই বিশাল পরিমাণ ট্রান্সফার ফ্রি পরিশোধ করতে হবে। এবং এই নিয়েই আদালতে মুখোমুখি হতে পারে দুই পক্ষ। তবে এখন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা সের’ ও ‘এল লারগুয়েরো’ যা জানাচ্ছে, তাতে চোখ কপালে উঠে যেতে বাধ্য। তাঁরা জানিয়েছে, মেসির চুক্তিতে ৭০ কোটি রিলিজ ক্লজের ধারাটা আছে ঠিকই, কিন্তু সেটা চুক্তির শেষ বছরের জন্য প্রযোজ্য নয়। সেটার মেয়াদ ২০১৯-২০ মৌসুমের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে।
এদিকে মেসির নতুন ক্লাবের ঠিকানা কি হবে সেটা নিয়েও আলোচনা চলছে বেশ জমে উঠেছে। ইংলিশ ক্লাব ম্যানসিটির পাশাপাশি, ফ্রান্সের ক্লাব পিএসজি এবং জুভেন্টাসের নামও শোনা যাচ্ছে। ইন্টার মিলানও আগ্রহ প্রকাশ করেছে মেসিকে পাওয়ার ব্যপারে। এখন শুধু সময়ের অপেক্ষা মেসির নতুন ঠিকানা নিয়ে।
খুলনা গেজেট/এএমআর