খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

মেসির রেকর্ড গড়ার ম‌্যা‌চে আ‌র্জে‌ন্টিনার জয়

ক্রীড়া প্রতিবেদক

জুলাইয়ের ১১ তারিখ আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকা। ঐতিহাসিক ঐ দিনে আর্জেন্টিনা শিরোপা জিতলেও ম্লান ছিলেন লিওনেল মেসি। এরপরের প্রায় দুই মাসে খেলেছেন মাত্র দুটি ম্যাচ।

পিএসজির হয়ে অভিষেকের ম্যাচে গোল পাননি। গোলের দেখা পাননি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচেও।

সেই আক্ষেপ যেন একবারে মেটালেন ছয়বারের ব্যালন ডর জয়ী। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের সহজ জয় পাইয়ে দিলেন মেসি।

একই সঙ্গে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলেকেও। মেসি ম্যাচ শুরু করেন ৭৬ গোল নিয়ে। তিন গোলের পর গোলসংখ্যায় ছাড়িয়েছেন পেলেকেও।

দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসের সেরা গোলদাতা এখন আর্জেন্টিনার দশ নম্বর। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলের গোল সংখ্যা ৭৭।

ব্রাজিলের বিপক্ষে সাওপাওলোতে ‘কোভিডকাণ্ডে’ ম্যাচ স্থগিত হওয়ার ক্ষোভটা যেন পুষে রেখেছিলেন মেসি। সেটার খেসারত দিতে হলো বলিভিয়াকে।

বুয়েনোস আইরেসের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে পুরো ম্যাচে বলিভিয়াকে পাত্তাই দেতনি স্বাগতিক দল। শুরু থেকেই চড়াও হন মেসি-দি মারিয়ারা।

১৪ মিনিটে অ্যাকাউন্ট খোলেন মেসি। লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি অধিনায়ক।

এক গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বলের দখলে এগিয়ে থাকার পরও আর গোল পায়নি প্রথমার্ধে।

বিরতির পর দলের লিড দ্বিগুন করেন মেসি। লাউতারো মার্তিনেসের সঙ্গে ডি বক্সে ওয়ান-টু-ওয়ানে বল পেয়ে যান পিএসজির নতুন তারকা।

কাছ থেকে বলিভিয়ার গোলকিপারকে বোকা বানাতে ভুল হয়নি তার। ৬৪ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন মেসি।

সেখানেই থামেননি মেসি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবারও ভেল্কি দেখান সর্বকালের সেরা এই তারকা।

বলিভিয়ার ডি-বক্সের বাইরে বল পেয়ে যান তিনি। এক ডিফেন্ডারকে ডজ দিয়ে সরাসরি জোরালো শট নেন গোলে।

দূর থেকে হলেও মেসির শট ঠেকাতে পারেননি বলিভিয়ার গোলকিপার। ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক তুলে নেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে এটা তার সপ্তম। আর ২০২০ সালের ফেব্রুয়ারির পর প্রথম হ্যাটট্রিক।

পেলেকে ছাড়ানোর পাশপাশি গোলের সংখ্যায় প্রিয় বন্ধু লুইস সুয়ারেসকেও ছাড়িয়েছেন মেসি। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সুয়ারেসের ২৫ গোলের রেকর্ডকে ছাড়ান তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে তার গোল এখন ২৬টি।

বিশ্বকাপ বাছাইপর্বে আপাতত বিরতি আর্জেন্টিনার। ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে আলবিসেলেস্তেরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মেসির দল। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!