শুরু থেকেই আর্জেন্টিনা চাপে রেখেছিল ইকুয়েডরকে। আসছিল সুযোগও। কিন্তু সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারছিল না আর্জেন্টিনা। শেষ অবধি সেই ডেডলক ভাঙল ৩৯ মিনিটে। মেসির বাড়ানো বলে গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দিয়েছেন রদ্রিগো ডি পল।
৩৯ মিনিটে নিকোলাস গঞ্জালেসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। ওই বল ক্লিয়ার করতে কিছুটা এগিয়ে আসেন ইকুয়েডর গোলরক্ষক হেরমান ইসমায়েল গালিনদেস। তখন ফাঁকা হয়ে যায় তাদের গোলপোস্ট।
এমন সময়ই বল পেয়ে যান লিওনেল মেসি। দারুণভাবে বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতরে থাকা রদ্রিগো ডি পলের উদ্দেশ্যে। প্রথমে বল থামিয়ে পরে ফাঁকা জাল খুঁজে নিতে কোনো সমস্যা হয়নি এই সদ্যই অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া এই মিডফিল্ডারের।
আর্জেন্টিনার জার্সিতে এটিই প্রথম গোল তার। চলতি টুর্নামেন্টে এটি মেসির তৃতীয় অ্যাসিস্ট। পেয়েছেন তিন গোলের দেখাও।
খুলনা গেজেট/ টি আই