খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

মেসিকে পিএসজিতে যেতে দিবে না বার্সা, দারস্থ আদালতের (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে লিওনেল মেসির। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পর বিদায়ী সংবাদ সম্মেলনও করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। এবার তার নতুন ক্লাবে যোগ দেওয়ার পালা। আগে থেকে দৌড়ে থাকা পিএসজিতেই মেসির যোগ দেওয়া প্রায় চূড়ান্ত।

ইএসপিএন জানিয়েছিল, সোমবার প্যারিসে হতে পারে মেসির স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু বার্সার সাবেক এই ফুটবলারের দল বদল নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। মেসির পিএসজিতে যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছে বার্সা, এমনটি জানাচ্ছে স্প্যানিশ দৈনিক মার্কা।

যে অর্থনৈতিক অবকাঠামোর দোহাই দিয়ে মেসিকে ছাড়তে হয়েছে ক্লাব। সেই অবস্থা পিএসজির আরও খারাপ বলে দাবি করা হয়েছে আদালতের কাছে করা বার্সার অভিযোগ।

বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান আদালতে করা অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।

বার্সেলোনা বলছে, পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে। নতুন চুক্তিতে বেতন অর্ধেক করতেও রাজি ছিলেন মেসি। কিন্তু তেমন হলেও বার্সেলোনার আয়ের ১১০ শতাংশ ব্যয় করতে হতো খেলোয়াড়দের বেতনের পেছনে। তাই মেসিকে শেষ অবধি ছাড়তে হয়েছে বার্সেলোনার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!