ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল মাঠে গড়ালো। মেসি এবং ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। মেসির পর ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করে মেসিরা ব্যস্ত রাখে ফ্রান্সের রক্ষণভাগকে। প্রথমার্ধে ৬টি শট নিয়ে ৩টিই টার্গেটে রেখেছে মেসিরা। অন্যদিকে, ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ফ্রান্স কোনো শটই নিতে পারেনি।
ফ্রান্স একাদশ: হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।