দুই দশক ধরে তিনিই ছিলেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। ১২ ম্যাচে করেছিলেন ১০ গোল। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। তবে নিজের রেকর্ড ভাঙায় একটুও মন খারাপ করেননি বাতিস্তুতা; বরং তিনি খুশি।
শুক্রবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচে দ্বিতীয়ার্ধে স্পট-কিক থেকে গোল করে বাতিস্তুতার পাশে বসেন মেসি। এরপর সেমি-ফাইনালের ওই গোলে ছাড়িয়ে যান তাকে।
এ বিষয়ে আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিনকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে বাতিস্তুতা বলেন, রেকর্ডটি মেসিরই প্রাপ্য। রেকর্ডটি মেসি ভাঙায় আমার কোনো ধরনের খারাপ লাগেনি। কারণ যখন আমার নামের পাশে ছিল এটা, আমি উপভোগ করেছি। এটা লিও-র প্রাপ্য। যদি চূড়ায় কেবল একজনের থাকতে হয়, সেটা মেসি।
তিনি বলেন, মেসি অ্যালিয়েন নয়। সে মানুষ যে কিনা অন্যদের চেয়ে ভালো ফুটবল খেলে। ওই মানুষটি যখন ছাড়িয়ে যায়, তখন কষ্ট পাওয়া যায় না, সে স্রেফ আনন্দ দেয়।
মেসি তরুণ বয়সের মতো খেলছেন মন্তব্য করে বাতিস্তুতার ভাষ্য, আমি আশা করেছিলাম, সে অনেক শান্ত হবে। কিন্তু সে ২০ বছর বয়সের মতো খেলছে। কারণ সে ক্ষুধার্ত। এখানে বিশ্বকাপ জিততে এসেছে সে। ফুটবলের এটাই প্রয়োজন, আর দলের মধ্যে লিও সেটাই ছড়িয়ে দিচ্ছে।
খুলনা গেজেট/ এসজেড