খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ সহ্য করব না : মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আরজি কর কাণ্ডের ঘটনায় রাজ্য থেকে দেশের সবাই রীতিমতো ফুঁসছেন। দোষীর বিচারের দাবিতে পথে নামছে মানুষ। এবার মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি আরজি কর কাণ্ডের নাম না করেই মেয়েদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের প্রতিবাদ করেন।

কলকাতার আরজি কর কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দেশবাসীকে। রাজ্য থেকে দেশ সবাই নানা জায়গা থেকে নির্যাতিতার হয়ে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে শামিল হচ্ছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মমতা শঙ্করের মতো তারকারা মুখ খুলছেন নির্যাতিতার হয়ে ন্যায়বিচার চেয়ে। সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন মেয়েদের ওপর কোনোরকম অন্যায় অত্যাচার তিনি সহ্য করবেন না।

মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।

মোদি বলেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। একইসাথে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় তিনি সহ্য করবেন না। নরেন্দ্র মোদি বলেন, মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!