সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকের পিস্তলের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।সোমবার দুপুরের দিকে কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান।
আহত শিক্ষার্থী তমালের পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ সময় কানের পাশ দিয়ে গুলি যাওয়ায় আরেক ছাত্রীও অসুস্থ হয়েছেন। তাবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মেডিকেল কলেজের ছাত্রী আফিয়া সাংবাদিকদের বলেন, “আমাদের শিক্ষক রায়হান শরীফ ক্লাসে মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন। এ সময় তিনি আমাদের উদ্দেশে বলেন, তোমাদের কারও কি পোষা প্রাণী আছে? আমার একটা পোষা প্রাণী আছে।
“এই বলে তিনি তার সঙ্গে থাকা একটি কাল ব্যাগ থেকে পিস্তল বের করে আমাদের দেখিয়ে বলেন, এটা হচ্ছে আমার পোষাপাখি।”
আফিয়া বলেন, “এ সময় হঠাৎ করেই পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। একজনের পায়ে লেগেছে, আর একজনের কানের পাশ দিয়ে গেছে।”
এরপরই ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে তারা শিক্ষক রায়হান শরীফকে আটকে রাখেন। কলেজে গোলযোগ চলছে। শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
সিরাজগঞ্জে মেডিকেল কলেজে শিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী আহত
খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হান শরীফকে উদ্ধার করা হয় এবং তার কাছে থাকা পিস্তলটি জব্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া।
তিনি আরও বলেন, “পিস্তলটি ওই শিক্ষকের নিবন্ধিত কিনা এখনও যাচাই করা যায়নি। শিক্ষক আমাদের হেফাজতে আছেন। আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি। শিক্ষকের শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।”
খুলনা গেজেট/ টিএ