খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

মেট্রোরেলের যন্ত্রাপাতি নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ফিনিক্স কোরাল। বুধবার (৬ ডিসেম্বার) সন্ধ্যায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। এর আগে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং সরঞ্জামাদী রয়েছে।

এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, রাতেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। এর পরপরই ঢাকায় পাঠানো হবে।
মেট্রোরেলের প্রথম চালান আসে মোংলা বন্দরে আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ।

তিনি আরো বলেন, সরকারের মেগা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে। এবারে আমদানী করা এসব মালামাল ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক আমদানী করা যন্ত্রাংশ মাত্র।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!