খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

মৃত্যুপথযাত্রী মুসলিম করোনা রোগীকে ‘কালেমা’ শোনালেন হিন্দু চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে একদিকে যখন মুসলিমদের প্রতি উগ্র সাম্প্রদায়িক চোখরাঙানি, মবলিঞ্চিং, হেনস্থার ভয়, তখন অন্যদিকে সহমর্মিতার দৃষ্টান্ত রাখলেন কেরলের এক ডাক্তার৷ নিজে হিন্দু ধর্মের মানুষ হয়েও মুসলিম রোগীর শেষ সময়ে কানে আওড়ালেন কলেমা তাইয়্যেবাহ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’৷ এভাবেই মৃত্যপথযাত্রী কোভিড -১৯ রোগীকে স্বস্তি দিতে চেয়েছেন তিনি৷ এই খবর ছড়ানোর পর সোশ্যাল মিডিয়া ওই হিন্দু লেডি ডাক্তারের প্রশংসা ও শ্রদ্ধায় ভরে উঠেছে।

এই সংকটের সময়ে এহেন আচরণে বিস্মিত নেটিজেনরা৷ মুসলিমদের প্রতি বিদ্বেষবশত সম্প্রতি অনেকে ফুড অ্যাপের খাবার পর্যন্ত ঘুরিয়ে দিয়েছেন৷ আর এই নারী চিকিৎসক মুসলিম কোভিড রোগীর কানে কালেমা পড়েছেন যাতে তিনি শান্তিতে ধর্মীয় বিশ্বাসের বাণী শুনে মরতে পারেন৷ ডাক্তারের এই মহানুভবতা সাড়া জাগিয়েছে৷

কেরলের পলক্কাড় জেলার সেবা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কর্মরত ফ্রন্টলাইন কোভিড চিকিৎসক ডা. রেখা কৃষ্ণা৷ তিনিও ওই রোগীর চিকিৎসা করছিলেন৷ তবে তার আয়ু ফুরিয়ে এসেছিল৷ ডা. কৃষ্ণা জানাচ্ছেন, ওই মৃত রোগীর কোভিড-১৯ নিউমোনিয়া ছিল। দুই সপ্তাহ ধরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। যখন তার অবস্থার অবনতি ঘটে তখন ডাক্তাররা বুঝতে পেরেছিলেন যে তারা তাকে বাঁচানোর জন্য আর তেমন কিছু করতে পারবেন না। তাকে ভেন্টিলেটর থেকে নামিয়ে দেয়া হয়৷ মৃত্যুপথযাত্রী কোভিড -১৯ রোগীর কথা জানতে পেরে ডা. কৃষ্ণা তার কাছে আসেন এবং মৃত্যুর আগে তার কানের কাছে কালেমা উচ্চারণ করে শোনান৷ এরপর রোগী কয়েকবার গভীর শ্বাস নেন এবং পার্থিব বাসস্থান ছেড়ে আল্লাহর উদ্দেশে পাড়ি জমান।

ডা. কৃষ্ণা তার এই অসাধারণ অভিজ্ঞতাটি সহকর্মীর কাছে বর্ণনা করেছিলেন৷ যিনি পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। অতি দ্রুত সেই চিকিৎসকের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে যায়৷ সূত্র : পুবের কলম

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!