দেশে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। রোববার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। বিগত ১৮ মাসে তা সর্বোচ্চ ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল মে মাসের মূল্যস্ফীতির হিসাব।
দেশে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির এত বড় উল্লম্ফন গত ৮ বছরে দেখা যায়নি। এর আগে ২০১৪ সালে মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে তা পৌঁছেছে ৬ দশমিক ০৮ শতাংশ।
সে হিসাবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত খাতে তা কমেছে।
গত এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে দাঁড়ায় ৬ দশমিক ৩৯ শতাংশ।
খুলনা গেজেট/ আ হ আ