আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স ছিল এতদিন মুস্তাফিজুর রহমানের। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রান খরচ করে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এ তারকা পেসার।
মুস্তাফিজকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স এখন নামিবিয়ার জান ফ্রাইলিঙ্কের।
মঙ্গলবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন ফ্রাইলিঙ্ক। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এটাই সেরা বোলিংয়ের রেকর্ড।
ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন ফ্রাইলিঙ্ক।
খুলনা গেজেট/এনএম