খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহস্থ বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলনায়তনে বুধবার সকাল ১০টায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত ‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিও আন্দোলন ফোরামের মুখপাত্র প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫% প্রশিক্ষণের নেতৃত্বদানকারী বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত প্রায় ২ হাজার শিক্ষককে পেশাগত দক্ষতা ও উন্নয়নের বাহিরে রেখে মুজিববর্ষে শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে না। তাই মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে হলে অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ সমূহকে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করে কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের সকল প্রকার ট্রেনিং এর আওতায় এনে শিক্ষকদের অধিকতর যোগ্য করে তুলতে হবে।

সেমিনারে আরো বক্তৃতা করেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সমিতির নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব হোসেন প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!