ঝিনাইদহস্থ বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলনায়তনে বুধবার সকাল ১০টায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত ‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিও আন্দোলন ফোরামের মুখপাত্র প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫% প্রশিক্ষণের নেতৃত্বদানকারী বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত প্রায় ২ হাজার শিক্ষককে পেশাগত দক্ষতা ও উন্নয়নের বাহিরে রেখে মুজিববর্ষে শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে না। তাই মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে হলে অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ সমূহকে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করে কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের সকল প্রকার ট্রেনিং এর আওতায় এনে শিক্ষকদের অধিকতর যোগ্য করে তুলতে হবে।
সেমিনারে আরো বক্তৃতা করেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সমিতির নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব হোসেন প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম