খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মুজিববর্ষ উপলক্ষে

সংসদের বিশেষ অধিবেশন রবিবার শুরু, পাস হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন

গেজেট ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন (২০২০ সালের ৫ম এবং মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন) শুরু হবে রবিবার, ৮ অক্টোবর। মুজিববর্ষের এ অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্ততি সম্পন্ন হয়েছে। এ অধিবেশনেই পাস হবে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০। এছাড়াও এ অধিবেশনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ অক্টোবর মুজিববর্ষ-২০২০ উপলক্ষে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুজিববর্ষের এ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর নিয়মিত সাধারণ অধিবেশন চলবে। বিশেষ এ অধিবেশন চলবে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাধারণ অধিবেশন চলতে পারে, যা চূড়ান্ত হবে ৮ নভেম্বর ।

সংসদের প্রথম দিন রোববার, ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এরপর শোক প্রস্তাব ও অধ্যাদেশ উত্থাপন করা হবে। আর ৯ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও তার অবদান নিয়ে রাষ্ট্রপতি বক্তৃতার পর এ বিষয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেবেন। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পর তা পাস হবে।

এদিকে বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকাজুড়ে আলোকসজ্জাসহ উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে। সব আয়োজনের প্রস্তুতিই করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে। অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুক্রবার, ৬ নভেম্বর সংসদ সদস্যদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা হয়েছে। যাদের করোনা নেগেটিভ আসবে তারা অধিবেশনে যোগ দেবেন রোস্টার অনুযায়ী। সর্বোচ্চ ৮০ জন সংসদ সদস্য উপস্থিত হবেন রোস্টার অনুযায়ী। শুধুমাত্র ৯ নভেম্বর রাষ্ট্রপতির ভাষণের করোনা নেগেটিভ সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দেবেন।

মুজিবর্ষের বিশেষ অধিবেশনকে সামনে রেখে স্পিকারের আসনের পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে। সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে দুটি নৌকা। পাল তোলা নৌকা দুুুটি তৈরি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!