আনসার ব্যাটালিয়ন আইন ও মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর আইনসহ মোট তিনটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্রোহ, বিদ্রোহে যোগদান, প্ররোচনা বা ষড়যন্ত্রে লিপ্ত থাকলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন ৫ বছরের সাজার বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, আনসার ব্যাটালিয়ন আইন-২০২২ এর ফলে ব্যাটালিয়নের কোনো সদস্য অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়নের সদস্যরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। মিডিয়াতে কোনো তথ্য দিতে পারবেন না। বিদ্রোহ সংঘটন, প্ররোচনা, ষড়যন্ত্র করলে এই আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। বাহিনীর বিশেষ ট্রাইব্যুনালে এর বিচার হবে।
এ ছাড়া মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদনের ফলে এখান থেকে শিক্ষার্থীরা বিজনেস ইনকিউবেটর এবং প্রফেশনাল কোর্স করতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, অথরিটি টু ইনোভেশন এটুআই আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিন্তু নামটি পরিবর্তন করে এজেন্সি টু ইনোভেট নাম দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনকল্যাণে প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম পরিচালনা হবে এ এজেন্সি থেকে। এটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে। এখন সরকারের যেটা প্রকল্প আছে এটুআই নামে সেটা আর থাকবে না। এর সঙ্গে একত্রে কাজ হবে এখন।
খুলনা গেজেট/কেএ