খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

মুগ্ধকে নিয়ে গুজব : প্রতিবাদ জানাল কুআ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক গুজব ও অপপ্রচার চালাচ্ছে যার প্রতিবাদ জানিয়েছে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। সেইসঙ্গে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনর (কুআ) সাধারণ সম্পাদক মো: আকতার হোসেনের স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শাহাদাতবরণ নিয়ে কিছু কুচক্রীমহল সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার চালাচ্ছে আমরা এই ধরনের ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস ডিসিপ্লিনের ১৯ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তবে, কিছু কুচক্রী মহল এই শোকাবহ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করার যে অপপ্রয়াস চালাচ্ছে, তা দুঃখজনক এবং নিন্দনীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু মৃত ব্যক্তির সম্মানহানিই করে না, বরং তার পরিবার ও বন্ধুদের জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়ায়।

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) জোরালোভাবে আহ্বান জানাচ্ছে যে, কেউ যেন গুজব বা অপপ্রচারে বিশ্বাস না করে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।

আমরা শহীদ মুগ্ধের স্মৃতি ও তার অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করছি এবং তার আত্মার চিরশান্তি কামনা করছি। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, শহীদ মুগ্ধের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে গুজব প্রতিরোধে একতাবদ্ধ থাকার জন্য।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!