খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি
  ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মুক্তির ২৬তম দিনে আয়ের রেকর্ড গড়ল ‘জংলি’

বিনোদন ডেস্ক

সিয়াম আহমেদের জংলি সিনেমা ঈদে মুক্তির প্রথমদিনে প্রেক্ষাগৃহে আয় করেছিল সাড়ে ৬ লাখ টাকা। সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়ের পরিমাণ কেবলই ছাড়িয়ে গেছে ছবিটি। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে, পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সিয়াম শুরু থেকেই বলেছেন, ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া। এই সিনেমা দেখতে সামনের দিনেও প্রেক্ষাগৃহে দর্শকের ঢল থাকবে।

তার কথাই যেন সত্যি হচ্ছে। সিনেমা মুক্তির ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও জংলির আয় বেড়েই চলেছে। শুধু বেড়েই চলেছে, এমনটা বললেও ভুল হবে। রীতিমতো প্রতিদিন আগেরদিনের রেকর্ডগুলোও ভেঙে ফেলছে।

সিনেমার পরিচালক এম রাহিম জানিয়েছিলেন, মুক্তির ১৬ দিনে জংলি ২ কোটি ৬ লাখ টাকা আয় করেছে।

সেখানে ২৬তম দিনে এসে একদিনেই জংলির গ্রস কালেকশন হয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা। যেটা জংলি সিনেমা মুক্তির পর একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

ধারণা করা হচ্ছে, এরই মধ্যে জংলির টোটাল গ্রস কালেকশন ৩ কোটি ছাড়িয়ে গেছে। সামনের দিনে যেই অংকের পরিমাণটা আরও বড় হতে পারে।

শুক্রবার (২৫ এপ্রিল) থেকে কানাডা, যুক্তরাষ্ট্ররও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে চলছে সিনেমাটি। এর মধ্য দিয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে ‘জংলি’। যে কারণে আয়ের পরিমাণটাও বেড়েছে।

জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন।

এ সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের এই ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!