মিয়ানমারে সেনাবিরোধী গণবিক্ষোভ দমনে গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ বুধবার এ খবর দিয়েছে রয়টার্স।
খবর বলা হয়, মিয়ানমারের মান্দালে, ইয়াঙ্গুন ও মাইংয়ান শহরে গণবিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। তবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের নেতা সু চির মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানানোর একদিন পর মিয়ানমারজুড়ে সেনাবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত পুলিশের গুলিতে কমপক্ষে ৩০ জন মারা গেছেন।
খুলনা গেজেট/কেএম