টেস্টের দ্বিতীয় দিনটা হতাশায় কাটলেও তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে আশার আলো জ্বাললেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। দিনের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু এনে দেন এই অফস্পিনার। এর কিছুক্ষণ পরেই উইন্ডিজদের ইনিংসে ফের ধাক্কা দেন খালেদ।
৫ উইকেটে ৩৪০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে মাত্র চার রান যোগ করতেই হারিয়েছে দিনের প্রথম উইকেট। খালেদ আহমেদ এদিন উদ্বোধনী ওভার করেন। তার পরের ওভারে বল করতে এসে ২৯ রান করা জশুয়া ডি সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী মিরাজ। এই অফস্পিনারকে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন তিনি। বাংলাদেশের আবেদনে সাড়া দিতে আম্পায়ার দেরি করলেও জশুয়া দেরি করেননি। নিশ্চিত আউট বুঝতে পেরে আম্পায়ার আঙুল তোলার আগেই হাঁটা শুরু করেন তিনি।
মিরাজের পর জ্বলে ওঠেন খালেদও। তিনি ফেরান আলজেরি জোসেফকে। ৬ রান করে এই পেসার খালেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথে যাত্রা করেন। জোড়া উইকেটে ম্যাচে ফেরার সম্ভাবনা জেগেছে বাংলাদেশের সামনে।
এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৭০ রান। কাইল মেয়ার্স ১৩৭ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ৪ রান করা কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ১৩৬ রান।
এর আগে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য খুব একটা সুখকর কাটেনি। যে মাঠে প্রথমদিন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে নেমে সর্ষে ফুল দেখছিল, সেই একই মাঠে সারাদিন বল করে বাংলাদেশের বোলাররা মাত্র ৫টি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়। উল্টো কাইল মেয়ার্সের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নেওয়ার পথে তারা।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ‘ড্যারেন সামি স্টেডিয়ামের’ উইকেটটা যতটা পেসবান্ধব মনে হচ্ছিল, বাংলাদেশের বোলিং দেখে গতকাল তা মনে হচ্ছিল না। বরং ব্রাথওয়েট-ক্যাম্পবেল জুটিতে ১০০ রান সংগ্রহ করে উইন্ডিজ শিবির ভালোই জবাব দিচ্ছিল। তবে জুটি ভাঙ্গার পর কিছুটা সময় বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েছিল। এ সময় অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার খালেদ আহমেদ মিলে মাত্র ১ রানে ৩ উইকেটের পতন ঘটান।
কিন্তু জার্মেইন ব্লাকউডকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন কাইল মেয়ার্স। প্রথমদিন বল হাতে মাত্র ৮ ওভার বল করেই বাংলাদেশের ২ উইকেট শিকার করা এই ব্যাটিং অলরাউন্ডার জ্বলে উঠেছেন ব্যাট হাতেও। ব্লাকউড ৪০ রান করে আউট হয়ে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন মেয়ার্স। ক্যারিয়ারের প্রথম শতকের মতো দ্বিতীয় শতকটিও তিনি পেলেন বাংলাদেশেরই বিপক্ষে।
খুলনা গেজেট/ আ হ আ