রাজধানীর মিরপুর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ আহমেদ বলেন, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে আমরা কল পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের তিনটি, কুর্মিটোলা স্টেশনের দুটি ও ভাষানটেক স্টেশনের একটি ইউনিট সেখানে কাজ করছে।