খুলনা, বাংলাদেশ | ২০ ফাল্গুন, ১৪৩১ | ৫ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

‘মায়ের দোয়া’ নাটকে মা হয়েছেন সাবেরী

বিনোদন ডেস্ক

সাবেরী আলম, বাংলাদেশের বরেণ্য একজন অভিনেত্রী। টিভি নাটকে বিশেষত মায়ের চরিত্রে তিনি অনবদ্য একজন অভিনেত্রী। নির্মাতা আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় তিনি এরই মধ্যে ‘মায়ের দোয়া’ নামক একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সাবেরী আলম। নাটকটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আকাশ রঞ্জন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাবেরী আলম বলেন, এর আগেও আকাশের নির্দেশনায় অভিনয় করেছি। অনেক দিন গ্যাপের পর এবার আরও একটি নাটকে অভিনয় করেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ যদিও স্ক্রিপ্ট ছাড়া নাটক। কিন্তু আকাশের ভাবনায় পুরো বিষয়টি ছিল। যে কারণে আমাকে নাটকের পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছে এবং সংলাপও কী হবে বুঝিয়ে দিয়েছে। ক্যামেরার সামনে যাওয়ার আগে আমরা রিহার্সেল করে নিয়েছি। আকাশের ইউনিটটাও ভীষণ আন্তরিক। সব মিলিয়েই কাজটি অনেক ভালো হয়েছে। আশা করা যায়, নাটকটি দর্শকের ভালো লাগবে।

নির্মাতা আকাশ রঞ্জন জানান, শিগগিরই নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে। এদিকে এর আগে সাবেরী আলম প্রীতি দত্তের পরিচালনায় আরও একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে আরও অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। সাবেরী আলম নিয়মিত অভিনয় করছেন হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাইবোন’-এ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত হৃদি হক পরিচালিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। এতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে সাবেরী আলম অভিনীত ‘একটি সিনেমার গল্প’, ‘রাজনীতি’সহ আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমার চেয়ে নাটকে কাজ করতেই সাবেরী আলম বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!