খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

মাহিয়া মাহির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে : কাদের

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মাহিয়া মাহির প্রার্থী হওয়ার চেষ্টার বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তাঁর বাড়ি সেখানে।’

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক। তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাঁকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।’

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। রংপুরে নারী মেয়র প্রার্থীর কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের পুরুষ নেতারাই নারী প্রার্থী মেনে নিতে চান না। দলের ভেতর উল্টো সুর, আবার বাইরেও উল্টো সুর, তাহলে নারীরা যাবে কোথায়? নারীরা কি দাঁড়াবে না?’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ভরাডুরির প্রেক্ষাপটে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘খেলা হবে এখানে (রংপুর সিটির মতো স্থানীয় সরকার নির্বাচন) নয়, আসল খেলা হবে সাধারণ নির্বাচনে। এগুলো কি খেলা? এগুলো তো স্থানীয় সরকার।’

রংপুরে মেয়র পদে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নানা বিবেচনা থাকে। জনমত জরিপেই জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিলেন। আওয়ামী লীগের ভেতরেও কিছু সমস্যা আছে। না হলে ভোটের এত ব্যবধান হওয়ার কথা নয়। আরেকজন প্রার্থীও আওয়ামী লীগের দলের লোক ছিল। আগেই জানা ছিল এখানে এগিয়ে আছে জাতীয় পার্টির প্রার্থী। এখানে সরকারি দল থেকে কোনো বাড়াবাড়িও হয়নি। পিছিয়ে বলে জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়নি। সেদিক থেকে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। আর দলীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে বড় আকারে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছেন।

রংপুরে প্রার্থী নির্বাচন সর্বসম্মতভাবে হয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে কোনো ভুল হয়নি। প্রার্থী পোড় খাওয়া আওয়ামী লীগের কর্মী। তাঁর কোনো বদনাম নেই। একজন প্রতিষ্ঠিত আইনজীবী। সুনাম আছে তাঁর।

মেট্রোরেলের ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন এখন তো রিকশায় উঠলেই ভাড়া ২০ টাকা। এ ছাড়া এই মেট্রোরেল অনেক আধুনিক এবং আলাদা বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!