ধাপে ধাপে মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রথমে ব্যাক্তিগত অনুশীলন, এরপর দলীয় অনুশীলন, এরপর প্রস্তুতি ম্যাচ। অবশেষে এবার প্রতিযোগিতামুলক মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ দপুর ১টা ত্রিশ মিনিটে তিন দলীয় এ ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে। যার প্রথম দিন নাজমুল শান্ত দলের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ।
ক্রিকেটারদের জার্সিগুলো বর্ণিল রঙের ছোঁয়ায় দেখতে বেশ। করোনাকালীন বিষম সময়ের বিষণ্ণ মন চাঙ্গা করার মতো উজ্জ্বলতা রয়েছে তাতে। গতকাল ট্রফি উন্মোচনের ছবিতে মাহমুদুল্লাহ, তামিম, নাজমুলকে অনেকদিন পর রঙিন জার্সিতে উৎফুল্ল দেখাচ্ছিল। প্রাণে খুশির জোয়ার যেন এই শরতের ক্রিকেট মৌসুমে। কতদিন পর আজ মাঠে নামবেন তারা ওয়ানডে খেলতে! বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে খেলবে মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তিন দলের দিবারাত্রির এ ওয়ানডে টুর্নামেন্ট।
জাতীয় দল ও এইচপি ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে দলগুলো। দেশের সেরা ৪৫ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাতে। স্কোয়াড গোছাতে ভারসাম্য রাখেন জাতীয় দল নির্বাচকরা। এর পরও মাহমুদুল্লাহ একাদশের খেলোয়াড় তালিকায় থাকা নামগুলো বেশি পরিচিত। ব্যাটসম্যান ও বোলারে সমন্বয়ে দারুণ ভারসাম্য তারা। নিজের দল নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহ, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। তার চেয়েও বড় ব্যাপার, উদীয়মান ও অভিজ্ঞতায় সেরারা খেলছে টুর্নামেন্টে। আমাদের নিজেদের ভেতরে ভালো একটা প্রতিযোগিতা হবে। প্রমাণ করার মঞ্চও এটি। অনেক দিন পর আমরা মাঠে নামছি। সবার মধ্যেই ভালো করার চেষ্টা থাকবে। আর অবশ্যই জয় দিয়ে শুরু করতে চাই।’ অপেক্ষাকৃত তারুণ্যনির্ভর নাজমুল একাদশের চালকের আসনে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। নিজের দল নিয়ে আশাবাদী নাজমুল, ‘আমাদের দলটা ভালো। খুবই ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।’
খুলনা গেজেট/এএমআর