বন্দুকধারী বিদ্রোহীরা নির্বিচারে গুলি চালিয়ে আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে অন্তত ৪০ জনকে হত্যা করেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আল জাজিরা। যদিও এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকধারীরা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।
উল্লেখ্য, দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়। দেশটির সেনাবাহিনী দু’জন বিদ্রোহী নেতাকে গ্রেফতার করার দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।
খুলনা গেজেট/কেএম