মার্কিন বিমানে জন্ম নেওয়া আফগান নারীর কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ‘রিচ-৮২৮’। মূলত বিমানটির কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখা হয়েছে। মার্কিন ওই বিমানের কোড নম্বর ছিল ৮২৮। সি-১৭ ক্যাটাগোরির কার্গো বিমানকে সাধারণত অন্যান্য বিমান ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়। এরপর সেটার কোড নম্বর বলা হয়। সে অনুযায়ী কন্যা শিশুটির নাম রাখা হয়েছে রিচ-৮২৮ রিচ। তাকে রিচ নামেই ডাকা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টোড ওল্ডার্স। মূলত শিশুটির বাবা-মায়ের পছন্দেই এমন নাম রাখা হয়েছে।
ইতোমধ্যে রিচ ও তার বাবা-মাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী তাদের সহযোগীদের সরিয়ে নিচ্ছে। গেল শনিবার এই সরিয়ে নেওয়ার জন্য যেসব আফগান নারীদের বিমানে তোলা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী। বিমান উড্ডয়নের পর পরই ওই নারীর লেবার পেইন শুরু হয়। বিমানটি ইউরোপের মার্কিন সামরিক বাহিনীর ঘাটিতে অবতরণ করার পর পরই সেনাবাহিনীর চিকিৎসকরা তাকে একটি কন্যা সন্তান প্রসব করতে সহায়তা করেন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত শুক্রবার পর্যন্ত কাবুল থেকে মার্কিন সেনা ও বিমান বাহিনী ৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে মাত্র ১০০ জনের চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম