সাতক্ষীরার শ্যামনগরে মায়ের হাত ছেড়ে দৌঁড়তে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানের নিচে চাপা পড়ে মুন্না নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ব্যাটারি চালিত ভ্যানের নিচে চাপা পড়ে মারাত্মক আহত মুন্নাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার আনারুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা আঞ্জুমান আরা জানান, সকালে মায়ের সঙ্গে নানা আব্দুস সাত্তারের বাড়িতে বেড়াতে যায় মুন্না। বিকালে সে তার মা ও নানির সঙ্গে বাড়ির পাশে বেড়াতে যায়। সেখান থেকে মায়ের হাত ধরে চন্ডিপুর মোড়-নকিপুর বাজার সড়ক দিয়ে নানা বাড়ি ফেরার পথে হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌঁড়ে একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত মোটরভ্যানের নিচে পড়ে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ((ওসি) হুমায়ুন কবীর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম