আমেথি নয়, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী। কেরালার ওয়েনাড়ের পাশাপাশি মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে। দীর্ঘ জল্পনার পর শুক্রবার (০৩ মে) সকালে কংগ্রেসের তরফে একথা জানানো হয়। আজই মনোনয়ন জমা দেবেন রাহুল। ভারতীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে মনোনয়ন জমা দিতে পারেন রাহুল। তার সঙ্গে থাকবেন সোনিয়া গান্ধীও।
এবারের লোকসভা নির্বাচনে আত্মপ্রকাশ করার কথা প্রিয়ঙ্কা গান্ধীরও। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, মায়ের ছেড়ে আসা আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু প্রিয়াঙ্কা এবার লোকসভার লড়াইয়ে নামতে রাজি হননি। ফলে রাহুলই এবার মায়ের ছেড়ে আসা আসন থেকে লোকসভা ভোটে কংগ্রেসের তুরুপের তাস। প্রিয়াঙ্কা গান্ধী এবার ভোটে লড়তে হয়ত সমীকরণ অন্য রকম হত।
২০১৯ সালে আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। এবার আমেথি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট আমেথি এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। এদিকে আমেথি থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়ে ফেলেছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।
রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। সেখানে সনিয়া গান্ধি জয়ী হলেও এবার বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই লোকসভা ভোটে প্রার্থী হননি সনিয়া। তিনি এখন রাজ্যসভার সাংসদ।
এদিকে আমেথি এবং রায়বরেলিতে কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর বিপুল ভোটে জিততে চলেছেন বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেস পাঠক। তিনি বলেন, বিজেপি আমেথি এবং রায়বরেলিতে বিপুল ভোটে জিততে চলেছেন, রাহুল গান্ধী প্রথমে আমেথি ছেড়ে ওয়ানাডে গিয়েছিলেন এখন তিনি রায়বরেলিতে এসেছেন। রায়বরেলির মানুষ কখনোই তাকে মেনে নেবে না। বিজেপি রাজ্যের ৮০ আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করতে চলেছে।
খুলনা গেজেট/এনএম