বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসায় মামুনুল হকের ব্যাপারে অনুসন্ধানে তিন সদস্যের কমিটি করে দিয়েছে হেফাজত ইসলাম। সম্প্রতি গুরুত্বপূর্ণ পাঁচ হেফাজত নেতাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।
সূত্র জানায়, মামুনুল ইস্যুতে সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় জরুরি বৈঠকে হেফাজতের শীর্ষ নেতারা একমত হন যে, মামুনুলের নৈতিক স্খলন হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের প্রস্তাব দেন আজিজুল হক ইসলামাবাদী। সায় দেন বেশিরভাগ নেতা। তবে বহিষ্কার করলে মামুনুল-অনুসারীদের তীব্র প্রতিক্রিয়া হতে পারে বলে কঠোর না হয়ে তার বিয়ে-বহির্ভূত সম্পর্ক অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। নাশকতার মামলায় আটক হেফাজতের পাঁচ নেতাও গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘মামুনুলের এ কাণ্ডে তারা হতাশ এবং তার এই কর্মকাণ্ডে অনেকেই আমাদের কাছে উষ্মা প্রকাশ করছেন। এটা তো আর অন্যভাবে আনা যাবে না। এটা আমাদের কাছে তারা স্বীকার করেছেন।’
খুলনা গেজেট/এনএম