কোনো মামলায় বড় কোনো কারণ ছাড়াই বার বার সময় নিলে ন্যায়বিচার বিঘ্নিত হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
এক মামলায় শুনানির জন্য আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
হাইকোর্ট আইনজীদের উদ্দেশে বলেন, আইনজীবীরা ন্যায়বিচারের সহযোগী। কিন্তু আপনারা যেভাবে সময় নেন তাতে তো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যাবে না। বার বার সময় নিলে ন্যায়বিচার বিঘ্নিত হয়।
আদালত বলেন, মামলার শুনানি মুলতুবির জন্য সময় চাওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এভাবে চললে তো মামলা নিষ্পত্তি হবে না।