খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

মামলা প্রত্যাহারে সরকারকে চিঠি দেবে বিএনপি

গেজেট ডেস্ক

২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধীদলীয় সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে আগামী সপ্তাহের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব দায়ের করা মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলা কমিটির সঙ্গে যোগাযোগ ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্তও নেয় কমিটি।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে উল্লেখযোগ্য, বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায় প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অধিকতর প্রচারের জন্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করা হয়েছে। তিনি কিছু প্রস্তাব উপস্থাপন করেন। সেগুলো গৃহীত হয়।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন বিষয়ে আলোচনা করেন বিএনপির নেতারা। তারা কমিটিগুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!