খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

মানুষ এখনো আমাকে মেয়েবাজ, চিটিংবাজ বলে : রণবীর

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সুখে সংসার করছেন অভিনেতা রণবীর কাপুর। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। নাম রাহা কাপুর। তিনজনে মিলে সুখী পরিবার এই দম্পতির।

স্বামী হিসেবে বেশ দায়িত্বশীল ভূমিকায় দেখা গেলেও নিজের ইমেজ থেকে ‘ক্যাসানোভা’ তকমা এখনো মুছে ফেলতে পারেননি রণবীর। বিয়ের পরও অভিনেতাকে শুনতে হয় তিনি নাকি ‘মেয়েবাজ’।

সম্প্রতি, নিখিল কামাথের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জীবনের নানা গোপন কথা ফাঁস করেছেন রণবীর। যেখানে অভিনেতা তার অতীত জীবন, ‘প্রতারক’ তকমা, মেয়ে রাহা এবং নিজের প্রয়াত বাবা অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে বন্ধন নিয়ে আলোচনা করেছেন।

শনিবার অনুষ্ঠানের ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা গেছে অভিনেতাকে। যেই ক্লিপ ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝেও তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে।

আলিয়ার আগে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকীলানই ক্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান কাপুর পুত্র। একবার কফি উইথ করণ-এ দীপিকা ও সোনম কাপুর রণবীরকে ‘ক্যাসানোভা’ ট্যাগ ট্যাগ দিয়েছিলেন।

এই অনুষ্ঠানে এসে সে বিষয়েই কথা বলতে দেখা গেছে রণবীরকে। তিনি বলেন, ‘অতীতে আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি, যা একসময় আমার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। আমি ওদের থেকে ক্যাসানোভা এবং প্রতারক দুটো ট্যাগই পেয়েছি। আমি নিজের জীবনের অনেকটা সময় এই দুই তকমা নিয়েই বেঁচে আছি। মানুষ এখনো আমাকে এসবই বলে।’

২০২২ সালের নভেম্বরে রণবীর-আলিয়ার জীবনে আসে তাদের মেয়ে রাহা। মেয়েকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রণবীর বলেন, ‘মনে হচ্ছে কেউ আমার হৃদয় বের করে হাতে ধরিয়ে দিয়েছে। রাহা আলিয়াকে নিজেরই একটা অংশ ভাবে, আমার সঙ্গে ওর মজা, মশকরার সম্পর্ক।’

সাক্ষাৎকারে রণবীর নিজের বাবাকে নিয়েও কথা বলেন। তার কথায়, ‘আমার বাবা ছিলেন বদমেজাজী মানুষ, কিন্তু খুব ভালো মানুষ। আমি কখনো তার চোখের রঙ দেখিনি। উনি যখনই আমায় কিছু বলতেন আমি মাথা নিচু করে কথা বলতাম। আমি বাবাকে কখনও কিছুতে না বলিনি।’

রণবীর জানান, তিনি ভীষণই অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ। অভিনেতা বলেন, ‘সহজে নিজেকে প্রকাশ করতে পারি না, তাই আমি সহজে কাঁদিও না। আমি আসলে নিজেকে উন্মুক্ত করতে খুব ভয় পাই।’

কাজের ক্ষেত্রে, রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গেছে। যা বক্স অফিসে ব্লকবাস্টার। পরবর্তীতে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল ‘রামায়ণ’-এ দেখা যাবে অভিনেতাকে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!