ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও মানিকগঞ্জ সদর রাজিবপুর গ্রামের লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন গরুর ব্যবসায়ী। জেলার বিভিন্ন হাট থেকে গরু কিনে তিনি কসাইদের কাছে তা বিক্রি করেন। গতকাল রাতে তিনি মানিকগঞ্জ শহরে এক কসাইয়ের কাছে গরু বিক্রি করে মোটরসাইকেলে গ্রামের বাড়ি নয়াডিঙ্গি ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে হাবিবুর রহমান ছিলেন।
গতকাল রাত সোয়া নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে একটি অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানা–পুলিশ। পরে তাঁদের লাশ গোলড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও এর চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম