সার্কিট হাউজ মাঠে সমাবেশকে কেন্দ্র চারপাশে বসেছে প্রায় শতাধিক ভ্রাম্যমান শরবত ও পানি বিক্রির দোকান। ক্ষিরাই, আনারসও বিক্রি করছেন কেউ কেউ। তীব্র গরমে হাপিয়ে ওঠা নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে। বিক্রি জমে ওঠায় দারুণ খুশি এসব মৌসুমী বিক্রেতারা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকমীরা সমাবেশে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকাল থেকে নেতাকর্মীরা মাঠের চারপাশে জড়ো হন। তীব্র গরমে মাঠের ভেতরে বসতে পারেননি কেউ। তারা মাঠের চারপাশে অবস্থান নেওয়া দোকানে শরবত পান করে তৃষ্ণা মেটাচ্ছেন।
সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ মাঠের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছেন শরবত বিক্রেতা রুহুল আমিন। রূপসা উপজেলার সেনের বাজারের বাসিন্দা রুহুল আমিন জানান, অন্যান্য দিন ৮০০/৯০০ টাকার শরবত বিক্রি। আজ দুইটার মধ্যে ১৩০০ টাকা বিক্রি হয়েছে। ছেলেকে আরও লেবু, চিনি, পানি ও ট্যাংক নিয়ে আসতে বলেছেন।
মাঠের প্রধান ফটকের পাশেই ক্ষিরাই বিক্রি করছিলেন দুই তরুন। তারা জানান, এক মণ ক্ষিরাই নিয়ে এসেছেন। প্রতি পিচ ১০টায় বিক্রি করছেন। অর্ধেক শেষ হয়ে গেছে। বিকালের মধ্যে সব বিক্রি করতে পারবেন তিনি আশা করেন।
এছাড়া মাঠের চারপাশে বিভিন্ন কোম্পানির বোতলজাত ঠান্ডা পানি, কোমল পাণীয়, আনারস, লেবুর শরবতসহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করতে দেখা গেছে।
খুলনা গেজেট/হিমালয়/এএজে